বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলী উপজেলা যুবলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) সকাল ১১টায় কর্ণফুলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চত্ত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব সোলায়মান তালুকদারে সভাপতিত্ব ও যুগ্ম সম্পাদক তারেক হাসান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সভাপতি মহিউদ্দিন মুরাদ, শহিদ উল্লাহ, সেলিম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম হৃদয়, ওয়াজ উদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ শহীদ ও আলমগীর বাদশা।
যুবলীগ সভাপতি সোলায়মান তালুকদার এ সময় বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেবে না যুবলীগ।
তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। ১৯৭৫ এর কালো অধ্যায়ের প্রসঙ্গ টেনে তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া তার নগ্ন বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি।’
এ সময় বক্তারা আরও বলেন, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী যুবলীগ মাঠে থাকবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করা হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আয়ুব, রেজাউল করিম, শাহাদাত হোসেন রিটন, এম এ রহিম, মোহাম্মাদ সাইফুদ্দীন বিপ্লব, সেকান্দার বাদশা, শহিদুল ইসলাম সৈয়দ, মোহাম্মদ সাইফুদ্দিন, আবদুল হান্নান, মনিরুল ইসলাম বাবর, জাবেদ উদ্দিন চৌধুরী, ওমর ফারুক বিজয়, সেলিম উদ্দীন সানি, লোকামান হাকিম, মোহাম্মাদ এনাম, এম এ করিম, পেয়ার আহম্মদ, আবদুল মালেক রানা, আবদুল আল মামুন, নুরুল হক চৌধুরী, আব্বাস, হারুনুর রশিদ, বাবুল হক, শহীদুল ইসলাম রনি, মোহাম্মদ শাহাজান, সাদ্দাম হোসেন সাব্বির, মামুন, আল আমিন, ফয়সাল রহমান প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে আখতারুজ্জামান চত্তর প্রদক্ষিণ করে শেষ হয়।
আর//দৈনিক দেশতথ্য//৪ জুন-২০২২//

Discussion about this post