মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা ফুটবল টুর্নামেন্টে পিরোজপুর জনতা ক্লাব ও লাইব্রেরী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে পিরোজপুর জনতা ক্লাব লাইব্রেরী ৫-৪ গোলে আমঝুপিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে পিরোজপুর এবং আমঝুপি একাধিক সহজ গোলের সুযোগ পেয়েও গোল করতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। এতে পিরোজপুর জনতা ক্লাব লাইব্রেরী ৫-৪ গোলে আমঝুপিকে পরাজিত করে। খেলায় পিরোজপুরের পক্ষে মফিজুল,
হৃদয়, রিজন, হুসাইন ও হাসান একটি করে গোল করেন। আমঝুপির পক্ষে লিখন, মুন্না, হালিম ও রকিবুল গোল করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post