মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
দৈনিক আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক এবং ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি বলেছেন, সাংবাদিকগন হচ্ছেন সমাজের দর্পন ও জাতির বিবেক। তাদের সুন্দর ও গঠন মুলক লেখনির মাধ্যমে কালকে কাল আর সাদাকে সাদা লিখতে হবে। কোন অন্যায়, অনিয়ম ও দুর্নীতির কাছে মাথা নত করা যাবে না। তিনি আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে প্রেস ক্লাব আয়োজিত বসুন্ধরা গ্রুপ এ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথিতযশা সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াসকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রেস ক্লাবের সভাপতি নিরঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক শামীম আল মামুন, খোন্দকার কিসমত, সালাউদ্দিন আহমেদ বাবর, সাবেক ভিপি আবু আহমেদ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুল ইসলাম বুলবুল ও সংবর্ধিত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় খান আহমেদ শুভ এমপি বলেন, অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস জাতির একজন শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধা। তিনি একাধারে সাংবাদিক ও মানুষ গড়ার কারিগর একজন দায়িত্বশীল শিক্ষক ছিলেন। দীর্ঘ ৩৮ বছর খোরধার লেখনির মাধ্যমে তিনি দেশ ও জাতিকে অনেক কিছু দিয়েছেন এবং আমাদের শিখিয়েছেন। দীর্ঘ দিন পর হলেও বসুন্ধরা গ্রুপ যোগ্য একজন সাংবাদিককে এ্যাওয়ার্ড প্রদান করায় তিনি মির্জাপুর তথা টাঙ্গাইলবাসির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান।

Discussion about this post