”জনশুমারী ও গৃহগণনায় তথ্য দিন,পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্ট একটি র্যালির আয়োজন করে। ২৪ বি এন সি সি ব্যাটেলিয়ন ডি কোম্পানি কুষ্টিয়া বুধবার সকাল ৯ঃ৪৫ মিনিটে এই র্যালিটি বের করে।
কুষ্টিয়া সরকারি কলেজে বি এন সি সি প্লাটুন থেকে এক বিশাল র্যালি বের হয়। র্যালি টি কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান ঘুরে জিরো পয়েন্ট মজমপুরে গিয়ে শেষ হয়। সেখানে বুথ ক্যাম্প পরিচালনা করে। পরবর্তীতে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে বি এন সি সি ক্যাডেট বৃন্দু লিফলেট বিতরন, স্টিকার ও পোষ্টার লাগানো কার্যক্রম পরিচালনা করে। এসময় দেখা যায় তারা বিভিন্ন পেশার মানুষ কে তারা এই কার্যক্রম স¤পর্কে উৎসাহিত করেন। আজকের এই কার্যক্রমে পরিচালনার দায়িত্বে ছিলেন ২৪ বি এন সি সি ডি কোম্পানির পি ইউ ও, টি ইউ ও এবং সামরিক প্রশিক্ষক
এবি//দৈনিক দেশতথ্য//জুন ৯,২০২২//

Discussion about this post