রিয়াজুল ইসলাম, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় শাহেদ আলী (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া দশটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহেদ আলী কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে শাহেদ আলী একটি মুরগির বোঝাই ভ্যান নিয়ে কুষ্টিয়া শহরের দিকে আসছিলেন। পথে বটতৈল নামক স্থানে একটি বেপরোয়া গতির ট্রাক পেছন থেকে শাহেদ আলী কে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আর জে//দৈনিক দেশতথ্য//জুন ৯,২০২২//

Discussion about this post