আল-হেলাল,সুনামগঞ্জ : তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলার ঘটনায় সামাজিক সালিশে দুই লক্ষ টাকা জরিমানার রায় দেয়া হয়েছে। এর মাধ্যমে দু’পক্ষের বিরোধ নিস্পত্তি করা হয়েছে। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনাসিন্ধু চৌধুরী বাবুলের উদ্যোগে ৯ জুন বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদের গণমিলনায়তন হলে উপজেলার লাকমা গ্রামবাসী বনাম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মধ্যকার এই বিরোধের নিস্পত্তি করা হয়। এসময় সুনামগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক আলী মর্ত্তুজা,উপজেলা কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বাউল আল-হেলাল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী, বিশ্বম্ভরপুর উপজেলা কমান্ডের বীর আব্দুছ ছাত্তার ইদু,তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়ন কমান্ড এর বীর মুক্তিযোদ্ধা আলকাছ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা সুজাফর আলী,আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু মিয়া ও সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post