ভারতে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া টিমের নবিন কুমার জিন্দাল রাসুলুল্লাহ (সা:) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) সম্পর্কে অবমাননাকর ও কটুক্তি মূলক বক্তব্য দিয়ে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে।
তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তা না হলে যেভাবে সারাবিশ্ব ব্যাপী ইসলামী ও মুসলিম রাষ্ট্রগুলো থেকে ভারতীয় শ্রমিক ও পন্য বয়কট করা শুরু হয়েছে তা আরও প্রকট আকার ধারণ করবে।
১১ জুন ২০২২ ইং, শনিবার, সকাল ১১ টা, রাসুলুল্লাহ সাঃ ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাঃ এর শানে অবমাননাকর মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়। মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ আরো বলেন, দীর্ঘদিন থেকে মুসলিম বিদ্বেষী বিজেপি সরকার ভারতকে মুসলিমশূন্য করার গভীর পাঁয়তারা করছে। নানান ভাবে মুসলিমদের ওপর নির্যাতন, নিপীড়ন ও মুসলিম গণহত্যা চালাচ্ছে। ভারতকে মুসলিমশূন্য করার সকল ষড়যন্ত্র যেকোনো উপায়ে বিশ্ব মুসলিমকে রুখে দাঁড়াতেই হবে। মুসলিম রাষ্ট্র প্রধানদের প্রতি আহ্বান, ভারত সরকারের প্রতি সকল ধরনের চাপ প্রয়োগ করুন। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম নেতাদের প্রতি আহ্বান, ভারতীয় সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জন করুন । বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ এবং জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।
সমাবেশে সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোস্তফা আল মুজাহিদ, সাবেক সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম,শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল কাইয়ুম ও সহ-সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় অর্থ সম্পাদক মুহাম্মদ আপেল মাহমুদসহ শাখার বিভিন্ন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১১,২০২২//

Discussion about this post