কানাডার ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন ইউনাইটেড কনজার্ভেটিভ পার্টির নেতা ও ফোর্ট মেকমারি-ল্যাক লা বীচ থেকে নির্বাচিত লেজিসলেটিভ সংসদ সদস্য ব্রায়ান জিন।
গত ১১ জুন নর্থ ক্যালগেরির মিরচি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে কানাডায় অভিবাসী হওয়া কমিউনিটি নেতারা অংশ নেন।
আলোচনার শুরুতে পার্লামেন্টারিয়ান ব্রায়ান আগামী প্রিমিয়ার নির্বাচনকে সামনে রেখে আলবার্টানদের নিয়ে তার পরবর্তী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। বক্তব্য শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। অর্থনীতি, রাজনীতি, অভিবাসীদের জীবনধারা, নাগরিক জীবনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবসহ নানামুখী সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
ইসলাম ফোবিয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ব্রায়ান বলেন, একজন কানাডিয়ান নাগরিক ও রাজনীতিবিদ হিসেবে তিনি কোনো ধর্ম, বর্ণ, ও গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন না। তার রাজনৈতিক দর্শন ও জীবনধারায় যেমন ইসলাম ফোবিয়া ও কালার সুপ্রিমেসীর স্থান নেই, আলবার্টায়ও ইসলাম ফোবিয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেক নাগরিকের সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে একটি শক্তিশালী কমিউনিটি প্রতিষ্ঠার নীতিতেই তিনি বিশ্বাস করেন।
স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আদলে করা স্বাস্থ্য ব্যবস্থাপনাকে তিনি আলবার্টানদের জন্য উপযোগী মনে করেন না। আলবার্টানদের অভিব্যক্তিকেই তিনি তার রাজনৈতিক অভিব্যক্তি বলে বিশ্বাস করেন।
আলবার্টা প্রিমিয়ার নির্বাচনকে সামনে রেখে এই আলোচনায় বাংলাদেশি কমিউনিটির পক্ষে অংশগ্রহণ করেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, বিশিষ্ট কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান, কমিউনিটি ব্যক্তিত্ব কয়েস চৌধুরী, শুভ্র দাস, জুবায়ের সিদ্দিকী, ইকবাল রহমান এবং কাজী জুনায়েদ হুসেইন।
জা//দেশতথ্য/১৩-০৬-২০২২//১০.২২ এ এম

Discussion about this post