স্টাফ রিপেোর্টার:
সারাদেশে গত কয়েক দিন ধরে আবারও মহামারি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রভাব দেখা দিয়েছে। এ কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।সোমবার (১৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে করোনার সংক্রমণ বেড়ে গিয়েছে। রোববার (১২ জুন) করোনা রোগী শনাক্ত ছিল ১০৯ জন। এখন স্বাভাবিক অবস্থায় থাকলেও করোনা যেকোনো সময় অস্বাভাবিক হতে পারে। ইতোমধ্যে মন্ত্রীসহ অনেক গণ্যমান্য ব্যক্তিও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
তিনি আরও বলেন, সারাবিশ্বে যে কয়টি দেশ করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তার মধ্যে বাংলাদেশ পঞ্চম। আর এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। করোনা নিয়ন্ত্রণ করা হয়েছে বলেই এখন দেশের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। আর যারা এখনও করোনা প্রতিরোধী টিকা নেননি, তাদের দ্রুত টিকা নিতে হবে।
এ ছাড়া প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গত অর্থবছরের তুলনায় ৪ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post