মির্জাপুরের গ্রামের বাড়িতে শোকের মাতম

দক্ষিন আফ্রিকায় নাহিদুল ইসলাম জয় (৩৫) নামে এক বাংলাদেশী যুবককে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। পিতার নাম আব্দুল হামিদ। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া জুড়ান মার্কেট এলাকায়। সন্ত্রাসীদের গুলিতে নিহত নাহিদুল ইসলাম জয়ের বাড়িতে এখন চলছে শোকের মাতম।
আজ সোমবার (১৩ জুন) পেকুয়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আব্দুল হামিদ ও সাবেক ছাত্রনেতা হানিফ রাজ জানান, নাহিদুল ইসলাম জয় দক্ষিন আফ্রিকায় দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছে। গত বছর ছুটিতে এসে বিয়ে করে আবার চলে গেছেন। গতকাল রবিবার (১২ জুন) সন্ধ্যার দিকে দক্ষিন আফ্রিকার কোয়াকোয়াতে ফি-্রস্ট্রেট প্রদেশে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে একদল কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী নাহিদুল ইসলাম জয়কে এলোপাথারি গুলি করে মালামাল লুটে পালিেেয় যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকগন মৃত ঘোষনা করে।
এদিকে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সোমবার গ্রামের বাড়িতে এসে পৌছালে পরিবারের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। পরিবারের সদস্যরা দাবী জানিয়েছেন, সরকারের সার্বিক সহযোগিতায় তার লাশ দেশের বাড়িতে আনার ব্যবস্থা করা।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত নাহিদুল ইসলাম জয়ের পরিবার কোন সহযোগিতা চাইলে পুলিশ প্রশাসের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৩,২০২২//

Discussion about this post