জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরুধের জেরে মজিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের খুন হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকালে উপজেলার বগারচর উত্তরপাড়া গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগারচর উত্তরপাড়া গুচ্ছ গ্রামে জমি নিয়ে মজিবুর রহমানে সঙ্গে প্রতিবেশী বুদু সেখের দ্বন্দ্ব চলে আসছিলো। মঙ্গলবার সকালে মুজিবুর রহমান জমিতে গাছ লাগাতে যান। ঘটনার খবর পেয়ে বুদু সেখের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতান্ড শুরু হয়। বুধু শেখ মুজিবুর রহমানকে নর্দামার পানিতে চেপে ধরেন। ওই অবস্থায় মজিবুর রহমানের মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান।
আর//দৈনিক দেশতথ্য//১৪ জুন-২০২২//

Discussion about this post