রুম্মান দেওয়ান,সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় বিকাল ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিটের ৯২ জন কর্মী।
গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে আদমজী ইপিজেডের অভ্যন্তরে পাইলিং করতে গিয়ে গ্যাস লাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণ হলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ কারখানায় দ্রুত ছুটি ঘোষণা করে।
জানা যায়, আদমজী ইপিজেডে পলমল গ্রুপের হামজা ফ্যাশনের নির্মাণাধীন ভবনের পাইলিং করার সময় গ্যাসের লাইন ফেটে বিস্ফোরণ হয়ে আগুন জ্বলতে থাকে। প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানায়, সকাল সাড়ে ৭টার দিকে পাইলিং বিশ ফুট নিচে গেলে গ্যাসের পাইপ ফেটে যায়। এরপর থেকে তিন ঘন্টা পর্যন্ত তীব্র বেগে উপরের দিকে বালু উঠতে থাকে। সকাল সাড়ে দশটার দিকে ভয়াবহ শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এসময় আগুনের লেলিহান শিখা দশ তলা ভবনের সমান উপরে উঠে যায়। আমরা ভয়ে দুরে সরে আসি। একারণে বিষ্ফোরণের পর কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানায়, ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়াসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও ৯২ জন দক্ষ কর্মী আগুন নেভাতে কাজ করেন।
তিনি আরও জানান, আদমজী জুট মিলের জন্য নেওয়া ২০ ফুট ব্যাসার্ধের গ্যাস লাইনটি পাইলিং এর কোনো কাজে বা আঘাতে হয়তো ফেটে গিয়ে থাকতে পারে। আগুনের তীব্রতা অনেক, তাই কাছে যেতে পারছিলাম না আমরা। প্রায় ১২ কিলোমিটার দূরে গ্যাস বন্ধ করা হয়। ধীরে ধীরে গ্যাস লাইনের চাপ কমিয়ে এটি বন্ধ করা হয়। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দিনমনি শর্মা জানান, আগুন নেভাতে গ্যাসের কারণে বেগ পেতে হয়। আদমজী ইপিজেডের এক কর্মকতা জানান, আগুন লাগার পর পর কারখানায় কর্মরত শ্রমিকদের মাঝে আগুন আতংক ছড়িয়ে পরার আশংকায় সব কারখানা ছুটি ঘোষণা করা হয়। ঈদকে সামনে রেখে ছুটি সমন্বয় করতে কিছু কিছু কারখানা গতকাল শুক্রবার ছুটির দিনেও উৎপাদন চালু রেখেছিল।
এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপননের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, র্যাবের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনসহ শিল্প পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post