দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে মুন্না (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের জুনিয়াদহ-হাটখোলাপাড়া বাজার সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুন্না একই ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের প্রবাসী সাহাজুল সর্দারের ছেলে। সে ভুরকাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, স্কুলছাত্র মুন্না জুনিয়াদহ-হাটখোলাপাড়া বাজারে শহিদুল ইসলামের মিলে ধান ভাঙ্গাতে যায়। এ সময় মিলের পেছনের দরজা খুলে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে মুন্নার লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।
দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, খালের পানিতে পড়ে স্কুলছাত্র মুন্না ডুবে যেতে পারে এমন ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Discussion about this post