জামালপুরে বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে। বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করলেও এখনো পানিবন্দী জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জের ৭০হাজার মানুষ।
বুধবার (২২ জুন) বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৫৮ সে.মি. থেকে ২ সে.মি. হ্রাস পেয়ে বিপদসীমার ৫৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।
দুর্গত এলাকায় বিশুদ্ধ, পানি, শুকনো খাবার এবং গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। পাঠদান বন্ধ হয়েছে ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে। ডুবে গেছে ২হাজার হেক্টর জমির ফসল।
দেওয়ানগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুল মান্নান জানান, গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি ৫৮ সে.মি.থেকে ২সে.মি. হ্রাস পেয়ে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। তবে এখন পানি স্থির রয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারিভাবে জেলায় ৩৫০ মেট্রিক টন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮০টি মেডিকেল টিম, ৪৬১টি আশ্রয় কেন্দ্র ও ৪ হাজার প্যাকেট শুকনো খাবার।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২২, ২০২২//

Discussion about this post