মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:পদ্মা সেতুর শুভ উদ্ধোধন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন একাদশ (২-১) গোলে মির্জাপুর পৌরসভা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল মো. সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা ক্রীড়া সংস্থার সাদারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post