চট্টগ্রামের খুলশী এলাকায় টেকনিক্যাল রোডে কাজ করার সময় ছাদ থেকে পড়ে ইউসুফ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) সকালে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, টেকনিক্যাল রোডে এয়াকুব আলী ব্রিকফিল্ড এর নির্মাণাধীন সাত তলা ভবনে কাজ করতে গিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ নিচে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//২৬ জুন-২০২২//

Discussion about this post