কুষ্টিয়ায় ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিল নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
পুলিশ জানায়, কুষ্টিয়া তালবাড়িয়া ক্যাম্পের অফিসার ইনচার্জ শ্যাম প্রয়াদ রায় ও তার সঙ্গীয় ফোর্স একটি
আভিযান চালিয়ে শনিবার (২৫ জুন) সন্ধায় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন তালবাড়িয়া ইউনিয়নের নওদা শামুখিয়া গ্রামের জনৈক হেলালের চা দোকানের সামনে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৫০ পিছ টাপেন্টাডল ট্যাবলেট সহ সাকিল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ ।
আটককৃত মাদক ব্যবসায়ী মিরপুর উপজেলা নওদা শামুখিয়ার নুরুল আলীর ছেলে সাকিল।
কুষ্টিয়া তালবাড়িয়া ক্যাম্পের অফিসার ইনচার্জ শ্যাম প্রয়াদ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্ৰেফতারকৃত মাদক ব্যবসায়ীয় বিরুদ্ধে কুষ্টিয়া জেলা মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//২৬ জুন-২০২২//

Discussion about this post