উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (টএউচ) আওতায় ২৭ জুন ২০২২খ্রী: সোমবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ হল রুমে স্বামী পরিত্যাক্তা ও বেকার মেয়েদের ২০ দিনব্যাপী পাটজাত হস্ত শিল্প তৈরি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর বিপ্লব কুমার সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সেলিম আহামেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন।
অনুষ্ঠানে ১৫ জন প্রশিক্ষনার্থীকে ভাতা ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের তৈরি পাটজাত হস্তশিল্প প্রদর্শন করা হয়।
জা/দেশতথ্য//২৭-০৬-২০২২//১০.৪৭ পিএম

Discussion about this post