কুষ্টিয়ায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা আনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে সদর উপজেলার উজানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় হাউজিং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে পরাজিত করে চাম্পিয়ান হন উজানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সোমবার (২৭ জুন) বিকেলে কুষ্টিয়া জগতি কে এস এম স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা। খেলায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কৃত হন উজানগ্রামের মামুন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুষ্টিয়ার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুম মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সহকারী (ভূমি) কমিশনার দবির উদ্দিন। এ সময়ে এ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার গোলাম মওলা প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২৮ জুন-২০২২//

Discussion about this post