নওগাঁর সাপাহারে প্রাণীসম্পদ খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মানবিক কর্মসূচির আওতায় উপজেলা প্রাণীসম্পদ অফিসের সহযোগীতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত অর্থ দ্বারা ক্ষতিগ্রস্থ প্রাণীসম্পদ খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়। এ
সময় ১ শ ৫০ জন প্রাণীসম্পদ খামারীদের মাঝে ১০ কেজি করে প্যাকেট জাত গো- খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এ সময়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার , উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানীসহ স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২৯ জুন-২০২২//

Discussion about this post