মোঃ মহির উদ্দীন, দৌলতপুর, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৭নং হোগলবাড়িয়া ইউনিয়ন এর বি সি কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ জুন ২০২২ইং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বুধবার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বি সি কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো. আহসান হাবীব ১২৮ ভোট পেয়ে প্রথম হন। রাকিবুল ইসলাম ১২৭ ভোট পেয়ে দ্বিতীয় হন। মোঃ জামাল মালিথা ৯৭ ভোট পেয়ে তৃতীয় ও মো. ছান্নান আলভ ৯৬ ভোট পেয়ে চতুর্থ হন। ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মোছাঃ কবিতা খাতুন ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ কামাল হোসেন, উপজেলা একাডেমীক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস। আইন শৃংঙ্খলার দ্বায়িত্ব পালন করেন দৌলতপুর থানা।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post