টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসিতে) পরিবর্তিত নতুন নিয়োগ পদ্ধতি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) উৎসব মুখর পরিবেশে ৬শ’ ৮১ জন ট্রেইনি রিক্রুট কনস্টবলদের ৫১ তম মৌলিক সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন।
এ সময় পিটিসির ভারপ্রাপ্ত কমান্ডার মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টাসের ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত ডিআইজ সঞ্জিত কুমার রায়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপসচিব মোশারফ হোসেন, পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা আক্তার পলি, সহকারী পুলিশ সুপার রাজিবুর হাসান, মির্জাপুর উপজেরা নির্বাহী অফিসার হাফিজুর রহমানসহ পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সকাল দশটায় প্রধান অতিথি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হলে চৌকুস পুলিশ বাহিনীর সদস্যগন তাকে অভিভাধন জানান। অভিভাধন গ্রহনের পর ৬শ’ ৮১ জন ট্রেইনি রিক্রুট কনস্টবলদের ৫১ তম মৌলিক দৃষ্টি নন্দন সমাপনী কুচকাওয়াজ এবং ক্যারাতে উপভোগ করেন। সমাপনী কুচকাওয়াজ এবং ক্যারাতে উপভোগ শেষে মাঠ ও শরীরচর্চা বিষয়ে শ্রেষ্ঠত্য অর্জনকারী টিআরসি-২৪০৩৪১ জোবায়রুল হাসান শাহিন এবং আইন ও সকল বিষয়ে শ্রেষ্ঠত্য অর্জনকারী টিআরসি-২৪০৩৬৪ উজ্জল দাসের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিয়ে অগ্রযাত্রা-২০২২ নামক স্মারকগ্রস্থ্য উন্মোচন এবং প্যারেড গ্রাউন্ড ক্যাম্পাসে গাছের চারা রোপন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় সচিব আখতার হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স ঘোষনা এবং আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছন যার সুফল দেশের মানুষ পাচ্ছেন। বিশেষ করে পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দর, বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে দেশ আজ এগিয়ে। ন্যায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যদের অনুরোধ জানান।
আর//দৈনিক দেশতথ্য//৩০ জুন-২০২২//

Discussion about this post