নিজস্ব প্রতিবেদক: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি-আমলাদের সীমাহীন দুর্নীতির কারণে টাকার মান কমছে-অর্থনীতিতে ধ্বস নামছে। এখনই যদি দুর্নীতি থামাতে কার্যকর পদক্ষেপ না নেয়া হয়; তাহলে দেশটা ধ্বংস হয়ে যাবে।
২ জুলাই সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশের অর্থনীতিকে ঘূণে ধরেছে; একটা নির্ধারিত সময়ের পর হঠাৎ করেই তা ভেঙ্গে পরবে; নতুন প্রজন্ম যদি দুর্নীতিকে-দুর্নীতিবাজদেরকে রুখতে না পারে পরবর্তী প্রজন্ম আর জীবন নিয়ে চরম সংকটে পরবে। এসময় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান পলাশ চন্দ্র চন্দন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post