বরগুনা জেলার বেতাগী উপজেলায় একই স্থানে বিএনপি দু-গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় কেন্দ্র ১৪৪ ধারা জারি করেছে বেতাগী উপজেলা প্রশাসন। এ কারণে বন্ধ রয়েছে এখনকার বাস চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রোববার( ৩ জুলাই) বিকেল ৪ টার দিকে বরগুনা বেতাগী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বেতাগী উপজেলা বিএনপির এক গ্রুপের এবং এক ঘন্টা পরে বিকেল ৫ টায় বেতাগী পৌর শহরের ডাক বাংলার সামনে অন্য একটি গ্রুপের কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, একই সময়ে উপজেলা বিএনপির দুই গ্রুপ আলাদা আলাদা স্থানে কর্মী সভার আয়োজন করা হয়। এতে সকাল থেকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়ক সহ পুরো পৌরশহরে থমথমে পরিবেশ দেখা দেয়। তাদের দুই গ্রুপের ডাকা সভার জেড়ে সংঘর্ষ-হামলার শঙ্কা তৈরী হয় পুরো এলাকাজুড়ে।
এ বিষয় নিয়ে রোববার (৩ জুলাই) দুপুরে বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সদস্য সচিব তারিকুজ্জামান টিটু সহ বরগুনা জেলার নেতৃবৃন্দ আসলেও দুই গ্রুপ এক না হয়ে আলাদা জায়গায় কর্মীসভা করার কথা জানায়। এতে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
উপজেলা বিএনপির এক গ্রুপের নেতা সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির বলেন, আমরা এক হয়ে কর্মী সভা আয়োজন করতে কাজ করেছি। কয়েকবার তাদের সাথে কথা বলেছি কিন্তু তারা একমূখি নেতৃত্ব চায় তাই এমন সমস্যা।
এই বিষয়ে উপজেলা বিএনপির অন্য গ্রুপের নেতা হুমায়ুন কবির মল্লিক বলেন, তেমন কোন খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়নি। আওয়ামী লীগের মদদে শাহজাহান কবির গ্রুপ করে দলীয় কার্যালয়ের বাইরে সভার আয়োজন করেছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, সকল প্রকার অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।রোববার (৩ জুন)দুপুর ১২টা থেকে রাত ১২ টা পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post