খুলনার পাইকগাছায় রবিন বিশ্বাস (৪০) নামের এক যুবককে ৬শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন দক্ষিণ পাশের ইটের সোলিং রাস্তার উপর থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের মৃত নকুল বিশ্বাসের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিন দীর্ঘদিন যাবত গাঁজা সেবন ও বিকিকিনি করে আসছিল। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ৬শ’ গ্রাম গাঁজাসহ আটক করলে সে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় সে পালাতে ব্যার্থ হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদক নিয়তন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে (যার নং ৭)।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৬,২০২২//

Discussion about this post