বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে (গত বুধবার ৬-৭-২২) দিনব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। ভেড়ামারা, মোকারিমপুর ইউনিয়ন ও জুনিয়াদহ ইউনিয়নসহ রাস্তার পাশে বেশ কয়েকটি জায়গায় বৃক্ষ রোপণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার এর ভেড়ামারা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার, টিআই নাছিমা, মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড দলপতি আবু কাওসারসহ আনসার ভিডিপির সদস্যবৃন্দ।
আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার বলেন, আমাদের দেশে মোট বনভূমির পরিমাণ মাত্র ৯-১০ শতাংশ, যেখানে একটি দেশের ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। এই বনভূমি বাড়াতে সামাজিক বনায়ন রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। উঠান, বনভূমি ও রাস্তার দুই পাশের গাছ সৌন্দর্যবর্ধনের পাশাপাশি দেশে জলবায়ু রক্ষায় রাখবে ভূমিকা।
তিনি আরো বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রের মতো একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নের বীজ বপন করে দিয়েছিলেন। আসুন আমরা সকলে একটি করে হলেও গাছ লাগায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় বীরদর্পে কাজ করি।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ৭,২০২২//

Discussion about this post