শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় ঈদের আনন্দ ভাগাভগি করতে আতসবাজি ফুটাতে গিয়ে তামীম (৮) নামের এক শিশু চোখে আঘাত প্রাপ্ত হয়েছে। শনিবার (১০ জুলাই) রাত ৯ টার দিকে সোনাডাঙ্গা থানার বানরগাতী এলকায় এ ঘটনাটি ঘটেছে।আহত শিশু তামিম বানরগাতির মো: হালিমের ছেলে।বর্তমানে শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
জানাযায়, ঈদের আনন্দকে ভাগাভাগি করতে স্থানীয় কয়েকটি শিশু ওই এলাকায় আতসবাজি বাজি ফুটাচ্ছিল। এসময় দুর্ঘটনাবশত শিশু তামীমের চোখের ভেতরে বারুদের ফুলকি ঢুকে যায়। পরবর্তীতে তামীমেমর বন্ধুদের মাধ্যমে বিষয়টি তার মা-বাবা জানতে পেরে তাকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করে। বর্তমানে শিশুটি খুমেক হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি রয়েছে
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post