নিজস্ব প্রতিবেদ
প্রতি ঈদের মত এবার ঈদ উল আযহার সকালে নতুনধারার খাদ্য বিতরণ করেছেন নেতৃবৃন্দ। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগম ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। এসময় মোমিন মেহেদী বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের রাজনীতিকদের গতানুগতিক কর্মসূচি বা কর্মকান্ডকে কখনোই ধারণ করেনি, বরং তাদের চেয়ে ভিন্ন পথে থেকে নিরন্ন-ভাসমান-নিন্মবিত্তদের কথা ভেবে বাংলাদেশের মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থেকে কাজ করে যাচ্ছে ছাত্র-যুব-জনতাকে ঐক্যবদ্ধ করে। এই ধারা অব্যহত রেখে ক্ষয়ে যাওয়া সমাজ-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি এবং অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য নতুনধারা পরিকল্পিতভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কমিটি গঠন, পুনর্গঠন করছে।
মতিঝিল, পুরানা পল্টন, কাকরাইলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ভাসমান-নিরন্ন-নিন্মবিত্তদের হাতে ঈদখাদ্য তুলে দেন নতুন ধারা।

Discussion about this post