পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনার পাইকগাছায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এসএসসি ১৯৮৬ ব্যাচ’র বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১২ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ স‚চনা করা হয়।
‘বাঁধন এখনো প্রাণে প্রাণে’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্ঠিত জমকালো আয়োজনে এসএসসি ৮৬ ব্যাচ’র খুলনার পাইকগাছা-কয়রা সহ বিভিন্ন উপজেলা ও সাতক্ষীরা, যশোর সহ বিভাগের বিভিন্ন জেলার বন্ধুরা অংশ নেয়। বিভিন্ন এলাকার ৮৬ ব্যাচের বন্ধুদের উপস্থিতিতে পুনর্মিলনী অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়।
জীবন পথের দীর্ঘ ৩৬ টি বছর পেরিয়ে স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন।অনেকেই আবার আবেগাপ্লুত হয়ে অজান্তেই চোখের পানিতে বুক ভাসান। অনেকেই ফিরেযান শৈশবের সেই স্কুল জীবনে। খোঁজ নেন প্রিয় বন্ধু ও তাদের পরিবার পরিজনদের। কেউ কেউ সেলফি তুলে প্রিয় বন্ধুদের সাথে কাটানো মুহ‚র্তের স্মৃতি সংরক্ষণে ব্যস্ত। এসময় উপস্থিত বন্ধুদের অনেকেই আবার সংগঠনটির দেশের বিভিন্ন উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে কমিটি গঠনের মধ্যদিয়ে এসএসসি ৮৬ ব্যাচের সকল বন্ধুরা মিলে দ‚র্যোগ সহ যে কোন পরিস্থিতিতে দেশের মানুষের কল্যাণে কাজ করার কথা জানান।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার পর পরিচয় পর্ব, স্মৃতিচারণম‚লক বক্তব্য, ৮৬ ব্যাচের বন্ধুদের থিমসং পরিবেশন, সম্মানিত অতিথিদের বক্তব্য, অসুস্থ্য বন্ধুদের চিকিৎসায় সহায়তার অর্থ সংগ্রহ, মৃতদের স্মরণে নিরাবতা পালন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সব শেষে র্যাফেল ড্র এর মধ্যদিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে পাইকাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৮৬ ব্যাচের সদস্য দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার ফসিহ উদ্দীন মাহতাব, লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মজনুর জামান, মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, ডাঃ এস কে বাইন, ডাঃ মজনু জামান, ডাঃ ময়নুল, ডাঃ মাহবুব, খুলনা সদর থানার অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. গাজী সিরাজুল হক, আল মামুন পলাশ, সুলতানা জামান কেয়া, আল-আমিন লিটন, আলী রেজা, রাজা, অনিতা রানী মন্ডল, কালাই লাল দাশ, এ্যাডঃ মুজিবর রহমান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, প্রভাষক পিযুষ কান্তি, কুসুম কলি সরকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন প্রফেসর এসএম মোহাম্মদ উল্লাহ ও মমতাজ পারভীন মিনু।
আর//দৈনিক দেশতথ্য//১৩ জুলাই-২০২২//

Discussion about this post