খুলনার কয়রায় মৎস্য অধিদপ্তরের অভিযানে অপদ্রব্য পুশকৃত ১৪০ কেজি চিংড়ি মাছ সহ ইউনুস সানা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেওয়াড়া গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ সানার ছেলে।
বুধবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হকের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মদিনাবাদ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এসময় মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা ১৯৯৭ (সংশোধিত ২০০৮) অনুযায়ী আটক ইউনুস সানার থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সর্বশেষ অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ কেরোসিন দিয়ে মাটিতে পুতে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা কালে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা সহ কয়রা থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৩,২-০২২//

Discussion about this post