কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন,খুন,গুম-হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১ টার দিকে এসব কর্মসূচি পালন করা হয়।
পরে সাংবাদিকের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলায় কর্মরত সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধনে সাংবাদিক, সুশিল সমাজ, রাজনৈতিক ব্যাক্তি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফজলুল হক মন্টু, সিনিয়র সাংবাদিক রুহুল কুদ্দুস টিটু, তুহিন আরন্য, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, জেলা কণ্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলামসহ অন্যন্যরা।
এসময় বক্তারা কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষটান্তমুলক শাস্তির দাবি জানান। পরে এ বিষয়ে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৩ জুলাই রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল। নিখোঁজের পাঁচদিন পর ৭ জুলাই দুপুরে কুমারখালীর গড়াই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ ১১দিন অতিবাহিত হলেও সাংবাদিক রুবেল হত্যায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আর//দৈনিক দেশতথ্য//১৪ জুলাই-২০২২//

Discussion about this post