শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় রান্নার সময় কোরবানির গরুর দু’টুকরো মাংসে আল্লাহ লেখা পাওয়া গেছে। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার টিপনা গ্রামে কোরবানির পশুর মাংস রান্না করার সময় হাঁড়ির ভেতরে আল্লাহ লেখা দু’ টুকরা মাংস ভেসে ওঠে।
সর্বশেষ ওই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা আল্লাহ নাম লেখা মাংসের টুকরা দু’টি দেখতে টিপনা গ্রামের আজিজুর রহমান শেখের বাড়িতে ভিড় করে ।
জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা গ্রামের আজিজুর রহমান শেখের স্ত্রী সাদিয়া বেগম কোরবানি পশুর মাংস ঢাকায় আত্মীয়ের বাড়িতে নেওয়ার জন্য রান্না শুরু করেন। কিছুক্ষণ পর সেই হাঁড়ির মধ্যে আল্লাহ লেখা দুই টুকরা মাংস ভেসে ওঠে।
এর পর বিষয়টি আশ্চর্যজনক হওয়ায় প্রথমে তিনি বাড়ির লোকজনকে ডেকে দেখান। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনও বিষয়টি দেখতে ওই বাড়িতে জমায়েত হতে থাকে।
এব্যাপারে গৃহবধূ সাদিয়া বেগম জানান, ঢাকায় আত্মীয়ের বাড়িতে নেওয়ার জন্য কোরবানি কিছুটা মাংস রান্না শুরু করেন। কিছুক্ষণ পর হাঁড়ির ভেতরে দু’টুকরা মাংসে আল্লাহ লেখা ভেসে ওঠে। তখন তিনি আশ্চর্য হয়ে সবাইকে ডাকেন।
তিনি বলেন, এমন ঘটনার কথা আগে অনেক শুনেছেন। আজ ওই ঘটনা তার সাথে ঘটলো। পরে মাংস রান্না না করে রেখে দিয়ে লোকজন দেখার পর সবার কথা মতো তা মাটিতে পুঁতে ফেলেন।
স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মী শেখ সিরাজুল ইসলাম জানান, তারই এক ভাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ দৃশ্য দেখে তিনি নিজেও বেশ অবাক হয়েছেন। বিষয়টি মূহূর্তেই ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে এক ধরনের কৌতুহলের সৃষ্টি হয় বলেও জানান তিনি।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post