
সুনামগঞ্জে যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাশিমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ১৬ জুলাই শনিবার রাত ১০টায় শহরের আরপিন নগরস্থ ঈদগাহ ময়দানে নামাজে যানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সহকারী পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুলিশের একটি তাকে গার্ড অব অনার প্রদান করে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের একাধিকবারের নির্বাচিত ডেপুটি ইউনিট কমান্ডার ও সদর উপজেলা কমান্ড এর সাবেক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন যোদ্ধাহত এই বীর মুক্তিযোদ্ধা। ৭১ এর মুক্তিযুদ্ধে কোম্পানী কমান্ডার হিসেবে বালাট সাব সেক্টরের বিভিন্ন রনাঙ্গনে পাক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে কৃতিত্বের সাথে লড়াই করেন। মুক্তিযুদ্ধের আগে তিনি ছিলেন একজন আনসার কমান্ডার। তার বড় ভাই মালদার আলীও একই সাবসেক্টরের আরেকজন বীর মুক্তিযোদ্ধা।
শনিবার দুপুর সাড়ে ১২টায় তিনি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকাধীন মেজর ইকবাল রোডস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার,ডায়াবেটিস ও হার্টজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র,৩ কন্যা,পুত্রবধূ ও নাতী নাতিনসহ অগনিত গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার এডভোকেট আলী আমজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রবিউল লেইস রোকেশ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিপি ড.খায়রুল কবির রুমেন এডভোকেট, জেলা জাতীয় পার্টির সদস্যসচিব সাবেক কাউন্সিলর মনির উদ্দিন মনির,জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল,কেন্দ্রীয় যুবলীগ নেতা ফজলে রাব্বী স্মরণ,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলালসহ শহরের বিভিন্ন পাড়া মহল্লার গুনগ্রাহী আত্মীয় স্বজনরা মরহুমের নামাজে জানাযায় উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন। জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন,আওয়ামীলীগ নেতা এডভোকেট নান্টু রায়,দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ মরহুমের বাসভবনে গিয়ে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৭,২০২২//

Discussion about this post