ভোলার মনপুরায় যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার জোহুর নামাজ শেষে মনপুরা প্রেসক্লাব মিলানায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের হাত ধরে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন সহ যমুনা গ্রুপে ৪১ টি প্রতিষ্ঠান গড়ে উঠে। ওই সমস্ত প্রতিষ্ঠানে লক্ষাধিকের ওপর মানুষের কর্মসংস্থান হয়। এতে বেকারত্ব দূর হওয়ার সাথে সাথে দেশের অর্থনৈতিক ভীত মজুবত হয়। তার হাত ধরে এই দেশে শিল্প বিপ্লব শুরু হয়।
স্মরণসভায় দৈনিক যুগান্তর মনপুরা উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মনপুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন, হাজির হাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, হাজিরহাট বাজার সমিতির সম্পাদক আবুয়াল হোসেন আবু মেম্বার, সাবেক প্রেসক্লাব সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ ছালাহউদ্দিন, প্রেসক্লাব সম্পাদক অহিদুর রহমান, সমকাল প্রতিনিধি আমীর হাওলাদার, আমার সংবাদ প্রতিনিধি নজরুল ইসলাম মামুন, সাংবাদিক মিজানুর রহমান।
পরে নুরুল ইসলামের মাফফিরাত কামনা করে দোয়া করা হয়। এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ নজিাম উদ্দিন হাওলাদার।
ক্যাপসন ঃ মনপুরা প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৭,২০২২//

Discussion about this post