মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে দ্বিতীয় ধাপে নেছারাবাদে ঘর পেতে যাচ্ছেন উপজেলার ৭০ ভূমিহীন-গৃহহীন পরিবার।
সোমবার দুপুরে (১৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশরেফ হোসেন।
তিনি জানান বৃহস্পতিবার (২১ জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন ।
তিনি আরো জানান এ উপজেলায় ৩য় পর্যায়ে দ্বিতীয় ধাপে ৭০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনবার্সনে বরাদ্ধ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভূমিহীন-গৃহহীন ওই পরিবারের সদস্যদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।
উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে,গৃহহীন মানুষের জন্য আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলো আরও টেকসই ও মজবুত করে নির্মান করেছে সরকার।
নেছারাবাদ উপজেলায় তয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ৭০ ভূমিহীন- গৃহহীন পরিবারের পুনবার্সনে বরাদ্ধের মধ্যে সুটিয়াকাঠি ইউনিয়নে ২২, সমুদয়কাঠি ইউনিয়নে ১৫টি, জলাবাড়ি ১৮,সোহাগদলে ৯, দৈহারীতে ৫ ও বলদিয়া ইউনিয়নে ১টি ঘর বরাদ্ধ রয়েছে।
এর আগে এ উপজেলায় প্রথম পর্য়ায়ে ১২০ টি এবং দ্বিতীয় পর্যায়ে ২০৪ টি,৩য় পর্যায়ে প্রথম ধাপে ১০৩টি ভূমিহীন-গৃহহীন পরিবার পুর্ণবাসনে জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা মানস কুমার দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার ,আইসিটি কর্মকর্তা মিরাজ মাহমুদ ও ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//১৮ জুলাই-২০২২//

Discussion about this post