বিশেষ সংবাদদাতা : সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি দিয়েছে এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্
২০ জুলাই বুধবার সকাল ১০ টায় জেলা সদরের হাজীপাড়াস্থ এরিয়া কার্যালয়ে সুনামগঞ্জ সরকারী কলেজে অধ্যয়নরত ২ জন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার করে মোট ২৪ হাজার টাকা বৃত্তি হিসেবে নগদ প্রদান করা হয়। পিকেএসএফ এর শিক্ষাবৃত্তি ২০২০ এবং ২০২১ইং কার্যক্রমের আওতায় উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি প্রদান করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার। পদক্ষেপ সুনামগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার ও সিনিয়র ব্যাবস্থাপক মোঃ গোলাম এহিয়ার সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা মোঃ আল-আমিন, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ রেণু মিয়া,পদক্ষেপ সদর ব্রাঞ্চের ম্যানাজার মোঃ কামরুজ্জামান,সুরমা ব্রাঞ্চের ম্যানাজার মোঃ বাদল হোসেন, সমৃদ্ধি কর্মসুচির সমাজ উন্নয়ন কর্মকর্তা (এসডিও) মোঃ জাহিদুল ইসলাম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোছাঃ জেসমিন আক্তার ও সাবিকুন্নাহার সাবিনা প্রমুখ।

Discussion about this post