শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে দু-দিন ব্যাপী বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধ ও বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সভাপতিত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার সুজন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন।
উপজেলার পরিবার পরিকল্পনার সেবার শ্রেষ্ঠত্বের পুরস্কার নেন উপজেলার উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব কুমার দাশ, পরিবার কল্যাণ পরিদর্শিকা সিলভী আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জিয়াউর রহমান, পরিবার কল্যাণ সহকারি জাহানারা বেগম জয়া, কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post