সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পূর্ব শক্রুতার জের ধরে বাগানের প্রায় শতাধিক আম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের নারায়নপুর গ্রামে ভুক্তভোগী নারায়ন পুর গ্রামের বাসিন্দা নার্সারী মালিক ইসমাইল হোসেন জানান, নারায়নপুর মৌজায় অবস্থিত তার পৌনে ১ বিঘা জমিতে প্রায় ১০০টি আম্রপালী আম গাছ লাগিয়ে তিনি বাগান তৈরি করেছিলেন। ঘটনার দিন গত বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ব শক্রুতার জের ধরে দূর্বৃত্তরা তার গাছ গুলো কেটে জমিতে ফেলে রেখে যায়। এতে ওই নার্সারী মালিকের প্রায় ৩০/৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বাগান মালিক ইসমাইল হোসেন আরো জানান,বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের জৈনক ব্যক্তির দুটি গরু তার বাগানের আমগাছ খায়। গরু দুটি ধরে তার ছেলে সোয়ায়েব হোসেন পাশের গ্রামে খোয়াড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথে গরুর মালিকগণ দলবদ্ধ হয়ে তার পথ রোধ করে তাকে মারপিট করে ও একটি গরু ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার জের ধরে তারা হয়ত ওই বাগানের আম গাছ গুলো কেটে ফেলতে পারে বলে বাগান মালিক ইসমাইল হোসেন ধারনা করছেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post