খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ টিপু সুলতান, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা লোনাপানি কেন্দ্র দেবাশীষ কুমার মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, মাসুদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, ইন্সট্রাক্টর রিসোসসেন্টার মোঃ ঈমান উদ্দিন, শিক্ষক প্রদীপ কুমার শীল,মৎস্য সাম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, এফএ রনধীর সরকার ও এসআই মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৩,২০২২//

Discussion about this post