মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ।।কুষ্টিয়ার মিরপুরে হাজী ওয়াহেদ আলীর স্মরণে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এবং দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় “অন্ধ জনে দেহ আলো ” শ্লোগানে রোববার (২৪ জুলাই) দিনব্যাপী মহিলা কলেজ চত্বরে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন।
এ সময়ে মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রেজাউর রহমান, প্রভাষক নাজমুল ইসলাম, ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহেদ আলী, নির্বাহী পরিচালক ইয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ খান নাহিদ মুরাদ ও ডাঃ সুমনের নেতৃত্বে ১২ সদস্যের একটি মেডিকেল টিম দিন ব্যাপী প্রায় ৬ শতাধিক চক্ষু রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন।
চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের রিজিওনাল অফিসের (অষ্ট্র্রেলিয়ার সিডনী) অডিট এন্ড ইনভেষ্টিগেশন ম্যানেজার ফজল বাওয়া, কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) আলম, প্রোগ্রাম ম্যানেজার (বাংলাদেশ) মহি।
এ ব্যাপারে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক ইয়ারুল হক জানান ২শ’ ৬০ জন রোগী বিনামুল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়। এ ছাড়াও ১শ’ ৫৫ জন রোগীর চোখের পাওয়ার পরীক্ষা করা ও ১শ’ জন রোগীকে বিনামুল্যে চশমা প্রদান করা হয়। এদের মধ্যে বিকেলে ৫৮ জনকে খুলনা বিএনএসবি’র চক্ষু হাসপাতালের নিজস্ব পরিবহনে খুলনায় নেওয়া হয়েছে। বাঁকীদের অপারেশনের জন্য আগামী মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার পর্যায়ক্রমে খুলনায় নেওয়া হবে।
আর//দৈনিক দেশতথ্য//২৪ জুলাই-২০২২//

Discussion about this post