মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা) সংবাদদাতা ॥ ভোলার মনপুরা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেন।
তারই ধারাবাহিকতায় রোববার (২৪ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচীর অংশ হিসেবে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে উপজেলা মৎস্য দপ্তরের কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
র্যালী ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহম্মদসহ উপজেলা মৎস্যজীবী সমিতির নের্তৃবৃন্দ।
আর//দৈনিক দেশতথ্য//২৪ জুলাই-২০২২//

Discussion about this post