ঝিনাইদহ প্রতিনিধি ।।ঝিনাইদহে ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে এ উপলক্ষে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার ফরহাদুল রেজা, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার।
বক্তারা, দেশের আর্থিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা মেটাতে মাছ চাষে সকলকে উদ্বুর্দ্ধ করেন।
আলোচনা সভা শেষে ৪ জন মৎস্যচাষীদের সম্মাননা প্রদাণ করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//২৪ জুলাই-২০২২//

Discussion about this post