মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগরের গাবুরার ৯নং সোরা গ্রামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা ।
রবিবার (২৪ জুলাই) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে নিহত নারী সোরা গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী তাসকিয়া খাতুন।
নিহতের পরিবারের সদস্য পারুল জানান, নিহত নারী তাসকিয়া খাতুন তার দেবরের স্ত্রী। সংসারে অভাব অনাটনের কারণে দেবর বিভিন্ন জেলায় দিন মজুরের কাজ করেন, এমনকি ঢাকায় রিক্সা চালাতেও যান। তার দুই ছেলে আছে। তাসকিয়া দুই ছেলে নিয়ে বাড়িতে থাকে। তিনি আরো জানান, রাত ১টার দিকে তাসকিয়ার দুই ছেলে ঘরের মধ্যে অনেক সময় ধরে কান্নাকাটি করছিল। তাই শুনে আমি ওদের ঘরে গিয়ে দেখি তাসকিয়া ঘরে নেই। তিনি জানান, কিন্তু হঠাৎ বাড়ির বাইরে লাইট মারতেই দেখি তাসকিয়া বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নিহতের স্বামী ইসমাইল গাজী বলেন, সাহেব আলী একটা প্রাণীর সাথে বাজে কাজ করে, আমি সেটা নিষেধ করায় আমার উপর রাগ করে। এটা এলাকায় জানাজানি হয় গতকাল রাত্রে আমাকে বাড়িতে না পেয়ে আমার স্ত্রীর উপরে এই নৃশংস ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জানান, ইসমাইল একজন সহজ-সরল ও ভালো মানুষ। তার সরলতার সুযোগ নিয়ে ও ইসমাইল এবং সাহেব আলীর শশুর বাড়ী একই এলাকায় হওয়ায় সাহেব আলীর ইসমাইলের বাড়িতে আসা যাওয়া করতো। ঘটনার পর থেকে সাহেব আলী পালাতক রয়েছে। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য সাহেব আলীর মা ফাতেমা বেগম কে থানায় নিয়ে এসেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post