আব্দুল আলিম, মেহেরপুর: মেহেরপুরের গাংনীর কলেজ ছাত্রী হত্যার প্ররোচণাকারী তার স্বামীর ফাঁসি দাবিতে মানব বন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে গাংনী প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, গাংনী সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ও শোভার পিতা জাপা নেতা আব্দুল হালিম।
আব্দুল হালিম জানান, শোভা নাজনীনের সাথে মাগুরা সদর উপজেলার সেহড়াডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনের ছেলে রবিউল ইসলাম ওরফে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর নানা অযুহাতে অমানুষিক নির্যাতন শুরু করে স্বামী রবিউল। এরই ধারাবাহীকতায় ১০ সেপ্টেম্বর ২০১৯ দিবাগত রাতে গাজিপুরের একটি ভাড়া বাসাতে নাজনিনকে নির্মমভাবে হত্যা করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post