শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে খুলনার পাইকগাছায় মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে মাছের পোনা অবমুক্তকরণ শেষে সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, থানা ওসি জিয়াউর রহমান জিয়া, লোনা পানি কেন্দ্র কর্মকর্তা ড. লুৎফর রহমান।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জুর শাহ, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, পল্লি বিদ্যুৎ অফিসার রেজায়েত আলী, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে মৎস্যখাতে বিশেষ অবদানের জন্য ৫ জনকে পুরস্কৃত করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//২৬ জুলাই-২০২২//

Discussion about this post