মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ।।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পাকুল্যায় অত্যান্ত ঝুঁকিপুর্ন মহাসড়কের উপর ওভার ব্রিজ নির্মান করা হবে।
পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে উক্ত স্থানে আন্ডার পাস নির্মান করে দেওয়া হবে বলে ঘোষনা দেওয়া হয়েছে। একই মহাসড়কের ঝুঁকিপুর্ন গোড়াইতে আরও একটি ওভার ব্রিজ নির্মান হবে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সাসেক এর প্রজেক্ট ম্যানেজার অমিত কুমার পাল, টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলীউর হোসেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারর হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম মনসুর মুসা, এসিল্যান্ড আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মীর শরফি মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময়ে এলাকাবাসির সঙ্গে কথা বলে ডিসি-এসপির পক্ষে খান আহমেদ শুভ এমপি বলেন, আগামী তিন মাসের মধ্যে পাকুল্যা বাস স্টেশনে ওভার ব্রিজ নির্মান এবং দুই পাশে ট্রাফিক পুলিশ ব্যবস্থা থাকবে। পাশাপাশি যাচাই বাছাই করে সাসেক এর সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগ এখানে আন্ডার পাস সড়ক নির্মান করে দেবেন। একই মহাসড়কের ঝুঁকিপুর্ন গোড়াইতে আরও একটি ফুট ওভার ব্রিজ নির্মান হবে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) এলাকাবাসির মধ্যে মধুমতি ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর ও ইবিএস গ্রুপের চেয়ারম্যান রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, সাবেক ছাত্র নেতা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজিব এবং ইউপি চেয়ারম্যান ডি এ মতিন অভিযোগ করেন, পাকুল্যা বাস স্টেশন এলাকা এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। পাকুল্যা গুরুত্বপুর্ন এই বাস স্টেশনে আন্ডার পাস বা অভার ব্রিজ নির্মান না হওয়ায় গত ছয় বছরে পারাপার হওয়ার সময় শতাধিক নিহত এবং সহস্রাধিক আহত হয়েছে। পাকুল্যায় মহান মুক্তিযুদ্ধের সময় প্রথম প্রতিরোধ যুদ্ধের গনকবর, ৪-৫ টি গ্রামের সামাজিক কবরস্থান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্্ের, সাটিয়াচড়া ছাবদার আলী কলেজ, মসজিদ, মাদ্রাসা, ৬-৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুইটি উচ্চ বিদ্যালয়, জামুর্কি ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্সে, ভূমি অফিস, পাকুল্যা বাজারসহ ১৩-১৪ টি গ্রাম রয়েছে। এছাড়া পাকুল্যা বাস স্টেশন দিয়ে পাশ^বর্তী দেলদুয়ার, নাগরপুর, ধামরাই, সাটুরিয়া, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ রাজধানী ঢাকা, উত্তর বঙ্গ এবং জেলা সদর টাঙ্গাইলের সঙ্গে যাতায়াত করে আসছে। স্থানটি গুরুত্বপুর্ন হলেও সাসেক এর গাফিলতির কারনে এখানে আন্ডার পাস বা অভার ব্রিজ নির্মান না করায় বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ এলাকাবাসির যাতায়াতে মারাত্বক সমস্যা হচ্ছে। দুর্ঘটনার শিকার হয়ে প্রতি নিয়তই লোকজন মারা যাচ্ছে। সর্বশে গত ১৬ জুলাই মা-মেয়ে-ছেলেসহ একই পরিবারের তিনজন মারা যান। এখানে আন্ডার পাস বা ওভার ব্রিজ নির্মানের দাবীতে এলাকাবাসি নানা কর্মসুচী পালন করে আসছিলেন।
অপর দিকে গোড়াই শিল্পাঞ্চলের গোড়াইতে একটি ওভার ব্রিজ নির্মানের দাবীতে আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে এলাকাবাসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানব বন্ধন কর্মসুচী পালন করে ্রপতিবাদ সমাবেশ করেছে। খবর পেয়ে এমপি, ডিসি, এসপি ও সাসেক এর কর্মকর্তাগন ঘটনাস্থলে যান। শিক্ষার্থী ও এলাকাবাসির সঙ্গে কথা বলে ঐ স্থানে আগামী ছয় মাসের মধ্যে একটি ওভার ব্রিজ নির্মান করে দেওয়া হবে বলে এমপি জানিয়েছেন। ওভার ব্রিজ নির্মানের ঘোষনা পেয়ে শিক্ষার্থী ও এলাকাবাসি তাদের বিভিন্ন কর্মসুচী প্রত্যাহার করে নেন।
এ ব্যাপারে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মধ্যে পাকুল্যা একটি গুরুত্বপুর্ন স্থান। এখানে আন্ডার পাস বা একটি অভার ব্রিজ নির্মান জরুরী হয়ে পরেছে। সাসেক ও ঠিকাদারী প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা দ্রুত সময়ের মধ্যে ওভার ব্রিজ নির্মান করে দেবেন। পাশাপাশি পরবর্তীতে আন্ডার পাস সড়ক নির্মান হবে। একই ভাবে মহাসড়কের গোড়াইতে আরও একটি ফুট ওভার ব্রিজ নির্মান হবে।
এ ব্যাপারে সাসেক এর প্রজেক্ট ডাইরেক্টর (পিডি ) আবু ইসহাক বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লাইন নির্মান কাজ চলমান রয়েছে এবং আগামী ডিসেম্বরে সড়ক ও জনপথ বিভাগকে সড়কটি বুঝিয়ে দেওয়া হবে। নানা জটিলতার কারনে পাকুল্যা এলাকায় আন্ডার পাস বা ওভার ব্রিজ নির্মান বাদ পরেছিল। এলাকাবাসির দাবীরে প্রেক্ষিতে পাকুল্যাতে অল্প সময়ের মধ্যে ওভার ব্রিজ এবং পরবর্তীতে আন্ডার পাস নির্মান করে দেওয়ার প্রক্রিয়া সড়ক ও জনপথ বিভাগ চলমান রেখেছেন। একই ভাবে গোড়াই এলাকায়ও একটি ফুট অভার ব্রিজ নির্মান হবে। বরাদ্ধ পেলে কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে।
আর//দৈনিক দেশতথ্য//২৮ জুলাই-২০২২//

Discussion about this post