মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে হাটহাজারীর যুগীরহাট এলাকার ১১ পর্যটক নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরের দিকে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলো। এ ঘটনায় আরও দুইজন আহত হযেছেন বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, হাটহাজারীর উপজেলার আমানবাজারের যুগীরহাট এলাকার আর এনজি কোচিং সেন্টারের শিক্ষক ও ছাত্ররা
খৈয়াছড়া ঝর্ণা দেখতে যাচ্ছিলো, এসময় বড়তাকিয়া রেল স্টেশন এলাকায় রেল ক্রসিং পার হতে গিয়ে মহানগর প্রভাতী ট্রেনের সাথে তাদের বহনকারী মাইক্রোবাসটির ধাক্কা লাগলে মাইক্রোবাসটি কয়েকগজ দূরে গিয়ে দুমড়েমুছড়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোর সবাই নিহত হয় বলে জানা গেছে। তারা চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো বলেও জানা গেছে।
ওখানকার গেটকিপার জানান, দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি জোর করেই গেটবার তুলে রেললাইনে উঠে যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রো বাসে থাকা সকলে মারা গেছেন।
রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খৈয়াছড়া এলাকায় রেললাইনের ওপর দিয়ে একটি সড়ক পথ আছে। গেটকিপার জানিয়েছে সেখানে ট্রেন আসার সংকেত দিয়ে গেটবার ফেলা হয়েছিল। কিন্তু সেটি জোর করে তুলে মাইক্রোবাসের চালক রেললাইনে প্রবেশ করেন। এরপরই মহানগর প্রভাতী ট্রেন এসে সেটিকে ধাক্কা দেয়। তবুও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post