সুদীপ্ত শাহীন, নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট থেকে : জেলা জাতীয় পার্টির ৫নং হারাটি ইউনিয়নের সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষে ত্রি বার্ষিক সম্মেলন স্থগিত ঘোষনা। ঘটনাটি ঘটেছে শুক্রবার জেলা সদরের হারাটি ইউনিয়নের লোহাখুচি স্কুল মাঠের সম্মেলন মঞ্চে। এই দিন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে এর ত্রি-বার্ষিক সম্মেলন চলছিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসানের কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। সেখানে লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডঃ নজরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য ও ৫নং হারাটি ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মনজু। সম্মেলনে জাতীয়পার্টির কয়েক শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে কমিটির সভাপতি সম্পাদক নির্বাচনে কাউন্সিলরদের ভোট দাবি করা হয়। অন্য পক্ষ লটারির মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের দাবি তুলে। এই নিয়ে বচসায় দুই পক্ষ মারামারি হাতাহাতিতে লিপ্ত হয়। পরে সম্মেলন স্থগিত ঘোষনা করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা চলে আসেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post