কুষ্টিয়া প্রতিনিধি : ‘বাঘ আমাদের অহঙ্কার, রক্ষার দায়িত্ব সবার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কুষ্টিয়ায় বিবিসিএফ এর বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার বিকালে শহরের হাসপাতাল রোড় এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর উদ্যোগে শহরের হাসপাতাল রোড় এলাকায় (বিবিসিএফ) কুষ্টিয়া জেলার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিবিসিএফ এর সহ-সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন, বিবিসএফ এর সদস্য ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, বিবিসিএফ কুষ্টিয়া জেলা ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাব্বির আল নাফিজ, সাংবাদিক ওয়াহিদ ইউসুফ খান লিটন, সদস্য আরিফ হোসেন, আশিকুর রহমান আবির, একরামুল ইসলাম জনি, সুজন মাহমুদ, ইমাম হোসন সোভন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হিংস্র মাংসাশী প্রাণীদের মধ্যে বাঘ বৃহত্তর। সারা পৃথিবীতে বাঘের ঠিকে থাকার সংগ্রাম চলছে অহর্নিশ। যে সবক কারনে পৃথিবীতে বাঘের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে তার কয়েকটি প্রধান কারণ নিম্নরূপঃ
১। আবাসস্থল সংকট
২। খাদ্যের উৎস সংকোচন
৩। বাঘ হত্যা, শিকার ও পাচার
৪। জলবায়ু পরিবর্তন জনিত পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো। এ ছাড়াও আরো বহু কারন জড়িত আছে বাঘ বিপন্নের সাথে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post