ছাব্বির হোসেন কুমারখালী (কুষ্টিয়া) ।। কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী ও যাত্রীবাহী দুই নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকার মাঝি হেলাল উদ্দিন (৪০) সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
রোববার (৩১ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার তেবাড়িয়া – যদুবয়রা গড়াই নদের খেয়াঘাটে এদুর্ঘটনাটি ঘটেছে।
আহতদের মধ্যে দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্যরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘাট এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
খেয়াঘাট ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, প্রায় শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা তেবাড়িয়া থেকে যদুবয়রা লালনবাজার ঘাটে যাচ্ছিল। এসময় বিপরীত মূখী একটি বালুবাহী নৌকা এসে ধাক্কা দেয়। এতে যাত্রীরা নৌকার মধ্যে এলোপাতারি উল্টে পড়ে ১০ থেকে ১৫ জন আহত হন। তাঁরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরো জানা গেছে, প্রতিটি নৌকায় দুইজন করে মাঝি দাঁয়িত্ব পালন করে থাকেন। কিন্তু ওই নৌকায় একজন মাঝি ছিলেন। তিনি মোটরসাইকেল চালকদের কাছ থেকে বকসিসের টাকা তুলছিলেন। এসময় বালুবাহী নৌকা আসতে দেখে মাঝি হেলাল নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। শেষমেষ মাঝি তাঁর পাঁ দিয়ে বালুবাহী নৌকা ঠেকানোর চেষ্টা করলে তিনি পাঁয়ে গুরুতর আঘাত পান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, নৌকা দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সাজাহান মাস্টার (৬০) ও মাঝি হেলাল উদ্দিন নামের দুজন ভর্তি হয়েছেন। তাঁদের শরীরের একাধিক স্থানে ক্ষত রয়েছে।
এবিষয়ে আহত সাজাহান মাস্টারের নাতি হৃদয় মাহমুদ বলেন, ‘ দাদা কুমারখালী থেকে নৌকা করে বাড়িতে ফিরছিল। এসময় দুই নৌকার সংঘর্ষে দাদা নৌকার ভিতরে পড়ে যায়। তাঁর ডান পা ভেঙে গেছে এবং দুই স্থানে কেঁটে গেছে। সেলাই দেওয়া হয়েছে। ‘
আহত মাঝি হেলাল উদ্দিন বলেন, ‘ নৌকায় মাঝি হিসেবে একায় ছিলাম। বালুবাহী নৌকাটা পাঁ দিয়ে ঠেকাতে গিয়ে পাঁয়ে গুরুতর আঘাত পেয়েছি। ভেঙে যেতে পারে পাঁ।
ওই নৌকার যাত্রী আবু বাদশা বলেন, ‘ মাঝির অসচেতনতায় দুর্ঘটনাটি ঘটেছে। কারো পাঁ ভেঙেছে। কারো দাঁত ভেঙেছে। অসংখ্য মানুষ আহত হয়েছেন। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’
খেয়াঘাটের ইজারাদার পলাশ মাহমুদ বলেন, ‘ ভরা নদীতে বিশাল স্রোত ছিল। মাঝি নিয়ন্ত্রণ করতে পারিনি। দুজন আহত হয়েছেন। তাঁরা চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। ‘
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ‘ দুই নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
আর//দৈনিক দেশতথ্য//৩১ জুলাই-২০২২//

Discussion about this post